মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা কৌশল সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা কৌশল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক এ সভার উদ্বোধন করেন। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাভেদ তারেক খান বার্ষিক ব্যবসায় কৌশল সম্মেলনটি পরিচালনা করেন।

সম্মেলনে ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমুহের প্রধান ও আরএম বৃন্দ, ট্রেজারি বিভাগের প্রধান নাজমুল আহসান এবং এসএমই বিভাগের প্রধান মো. আহসান জামিল হোসেন ২০২৪ সালের জন্য ব্যবসায় কৌশল উপস্থাপন করেন। ব্যাংকের সিনিয়ার ম্যানেজমেন্ট টিম এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

সভায় ২০২৩ সালের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রেজারি এবং এসএমই বিভাগের পারফমেন্স মূল্যায়ন করা হয়। এছাড়াও ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রেজারি এবং এসএমই বিভাগের ২০২৪ সালের বার্ষিক বাজেট মূল্যায়ন করা হয় এবং বাজেট অর্জনের কৌশল নিয়ে পর্যালোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়। ব্যবস্থাপনা পরিচালক নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকা মেনে চলা, সম্পদের গুনগতমান বজায় রাখা, নন-পারফরমিং লোন আদায় নিশ্চিত করা এবং শেয়ারহোল্ডারদের বিনিয়াগের রির্টান ডেলিভারি করাসহ সকলকে ব্যাংকিং সেবা প্রদানে দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের ৪ নতুন ডিজিটাল প্রোডাক্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে