ঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি চাপে আছে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদেশি ঋণ পরিশোধের প্রেসার তো কিছুটা আছে। তবে খুব যে বেশি প্রেসার বিষয়টা ওই রকম নয়। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুস সাত্তার এসয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, মূল্যস্ফীতিতে কিছুটা অস্বস্তি আছে। একটা কমে আরেকটা আবার বাড়ে। কী করবো জোর করে ধরে নামাবো? তবে একটু ধৈর্য ধরেন সব কিছু ঠিক হবে।

তিনি আরও বলেন, ইফাদ হালদা নদীতে রেণু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরও করবো। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা নেওয়ার কাজ করে তারা। সামনে এ ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধএক্সিম ব্যাংক-সিএনএস চুক্তি