দিনাজপুরে ২০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে একসঙ্গে ২০ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। এই তরুণ-তরুণীদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠ আনুষ্ঠানিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়।

ইসলাহুল মুসলিমীন পরিষদ- এর বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ বিয়ে পড়ান মাওলানা আবেদ আলী। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নব দম্পতিদের হাতে সেলাই মেশিন, ছাগল, লেপ-তোশকসহ প্রয়োজনীয় আসবাবপত্র তুলে দেয়া হয়।

ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, যৌতুকবিহীন বিয়ের উদ্দেশ্য কনেকে যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া। একই সঙ্গে যৌতুকের ধর্মীয় বিধি-নিষেধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা।

তিনি বলেন, যৌতুক দেওয়া কিংবা নেওয়া ধর্মীয়ভাবেও নিষিদ্ধ। এ ধরনের বিয়ে সেই বার্তায় পৌঁছে দেবে প্রতিটি ঘরে ঘরে।

এ সময় যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমজুতকারীদের গণধোলাই দেওয়া উচিত: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধপূবালী ব্যাংকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত