নিউজ ডেস্ক : সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুদের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ তৈরি করতে সরকার কাজ করছে। শিশুদের সুন্দর পরিবেশে বিকশিত করা হবে।
রোববার রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারে (বালিকা) পিঠা উৎসবে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম শেখ ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, শিশু পরিবারে মাতৃ-পিতৃহীন শিশুরা পারিবারিক পরিবেশে বেড়ে উঠে। এখানে তাদের শিক্ষা ও মননের বিকাশ নিশ্চিত করা হয়। পাশাপিাশি বৃত্তিমূলক বিভিন্ন বিষয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা ভবিষ্যতে একটি কর্ম করে স্বাবলম্বী হতে পারে।
তিনি শিশুদের আগামীর স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। এরপরে মন্ত্রী নিবাসীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।