নিজস্ব প্রতিবেদক
ঋতুরাজ বসন্তকে বরণ করতে ‘ফাল্গুন উৎসবে’র আয়োজন করে এনআরবিসি ব্যাংক পিএলসি। ১৪ ফেব্রæয়ারি, ১ ফাল্গুন-১৪৩০ বুধবার এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বর্ণাঢ্য আয়োজনে বাঙালি এতিহ্যের ঋতুরাজ বসন্তকে বরণ করেছে রঙিন ফুলে-ফলে ও বাহারি সাজ-সজ্জায়।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা-উপশাখায় বসন্ত বরণ মঞ্চ স্থাপন করা হয় এবং আয়োজন করা হয় বাঙালির ঐহিত্যবাহী বাহারী পিঠা উৎসবের।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাশে শিক্ষার্থীদের জন্য ফাল্গুন উৎসবের ফটোবুথ স্থাপন করা হয়। প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম আউলিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, কবীর আহমেদ, হারুনুর রশীদ, মোহা. হুমায়ুন কবিরসহ ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।