কমিউনিটি ক্লিনিকের ধারণাকে নেপাল কাজে লাগাতে চায় : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের ধারণাকে নেপাল কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে তার সঙ্গে বাংলাদেশে নিযু্ক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতে নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক ধারণার সরকারের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ধারণাকে কীভাবে নেপালেও কাজে লাগানো যায় এ বিষয়ে নেপালের রাষ্ট্রদূত ডা. সামন্ত লাল সেন এর কাছে জানতে চান।

এ বিষযে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্লিনিকের সেবার পরিধি আরও বিস্তার করার চিন্তাভাবনাও চলছে আমাদের। নেপাল সরকার এই কনিউনিটি ক্লিনিক ধারণাকে নিজ দেশে কাজে লাগাতে চাইলে বাংলাদেশ থেকে আমরা প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করব।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ভুটান থেকে একজন রোগী চিকিৎসা নিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

পূর্ববর্তী নিবন্ধ৮ ফেব্রুয়ারির মধ্যেই চার পণ্যের শুল্ক কমানোর প্রজ্ঞাপন: বাণিজ্য প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়ি সীমান্তের ২৪০ পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ প্রশাসনের