ঘুড়ি আটকে সাময়িক বন্ধ মেট্রোরেল চলাচল

নিউজ ডেস্ক : মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের তারের ওপর ঘুড়ি পড়েছে। এর ফলে বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১টা ১০ মিনিটে ইলেকট্রিক তারের ওপর ঘুড়িটি পড়ে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এমন তথ্য জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে পড়ায় মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ট্রেন চলাচলের ওপরের বিদ্যুতিক লাইন) বিদ্যুৎ সরবরাহ কম থাকায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। ওইদিন দুপুরেও প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল।

পূর্ববর্তী নিবন্ধএনআরবি ব্যাংকের আইপিওর শেয়ার বরাদ্দ
পরবর্তী নিবন্ধমাহফিল পরিচালনায় হাফেজ মাজনগণের ভাগ্য পরিবর্তনে বুকের রক্ত ঢেলে দেবো: শেখ হাসিনা