ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের শেষদিন আজ

নিউজ ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ১২তম ‘বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’। তিন দিনব্যাপী এই মেলার শেষদিন আজ শনিবার (৩ ফেব্রুয়ারি)।

রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য ৩০ টাকা, তবে ছাত্র-ছাত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এ মেলায় ভারত, নেপাল, মালদ্বীপ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা অংশগ্রহণ করে। মেলায় ১২টি প্যাভিলিয়নসহ ১৫০টি স্টল রয়েছে। এসব স্টল, প্যাভিলিয়নে চলছে নানা ছাড়। সাইডলাইন ইভেন্ট হিসেবে থাকছে বি টু বি সেশন, সেমিনার ও রাউন্ড টেবিল ডিসকাশন।

এছাড়া মেলায় আগত দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক আয়োজন এবং দেশের পর্যটন গন্তব্যের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় যুবকের ৮ টুকরো মরদেহ উদ্ধার, আটক ৫
পরবর্তী নিবন্ধদেশকে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত ঘোষণা করতে চাই : পরিবেশমন্ত্রী