প্রথমবারের মতো ভারত থেকে এলো ৫০ মেট্রিক টন নারিকেল

হিলি প্রতিনিধি : প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতীয় দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়েছে।

হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত টেড্রার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে নারকেলগুলো আমদানি করেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারিকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করি। বন্দরের কার্যক্রম শেষে এসব নারিকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধজার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সিলেট জোনে এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত