এক্সিম ব্যাংক-সিএনএস চুক্তি

প্রেস বিজ্ঞপ্তি : এক্সিম ব্যাংক এবং কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডে মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (ফেব্রুয়ারি ২০, ২০২৪) সিএনএস এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সিএনএস এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর (অব.) মো. জিয়াউল আহসান সারোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ও আইটি ডিভিশনের প্রধান মো. মাহবুবুল আলম, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, সিএনএস এর ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন মোহাম্মদ গোলাম মহিউদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহীরা।

এই চুক্তির ফলে বিআরটিএ এর নিবন্ধিত সব ধরনের যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, নাম্বর প্লেট ফিসসহ বিআরটিএ’র সব ধরনের ফিস এক্সিম ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি চাপে আছে : অর্থমন্ত্রী
পরবর্তী নিবন্ধ৭ কার্যদিবস পর শেয়ারবাজার ঊর্ধ্বমুখী