নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। গতকাল ২১ ফেব্রুয়ারি বিএইচবিএফসি সদর দফতর প্রাঙ্গনে নিজস্ব শহিদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন এবং ‘২১; জাতীয় চেতনার বাতিঘর; ২১; আমাদের উদ্দীপনা নিরন্তর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান সর্বস্তরের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময়, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ঢাকাস্থ চারটি জোনাল অফিসের জোনাল ম্যানেজারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের সকল অফিস স্থানীয় পর্যায়ে একইভাবে দিবসটি পালন করে।