নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে স্থাপিত মিডল্যান্ড ব্যাংকের ২টি গ্রামীণ শাখা এবং ২টি উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ৩১ জানুয়ারি। শাখাসমূহ ২০২৩ সালে বিভিন্ন সময় তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছিল।
গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান, আনুষ্ঠানিকভাবে সম্মিলিতভাবে শাখাসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়ার ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা।
ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা শাখা ও উপ-শাখাসমূহ হলো- বখতারমুনসী বাজার শাখা, সোনাগাজী, ফেনী, চন্দ্রগঞ্জ শাখা, লক্ষ্মীপুর সদর, মাদানি এভিনিউ উপ-শাখা, ভাটারা, ঢাকা এবং বগুড়া পৌরসভা উপ-শাখা, বগুড়া।
Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে আগত বিভিন্ন ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা। ব্যাংকের এরিয়া হেড, ক্লাস্টার হেড, উপশাখাসমূহ নিয়ন্ত্রণাকারী শাখাসমূহের ম্যানেজার, ২ নতুন শাখা ও ২টি নতুন উপ-শাখার ম্যানেজারসহ শাখার অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শাখাসমূহের গ্রাহক ও সুভানুধ্যাইরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ্যের জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া কামনা করা হয়।