নিউজ ডেস্ক : রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে ৪০-৫০টার মতো ঘর পুড়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (পরিকল্পনা) মো. আক্তারুজ্জামান।
রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুন পুরোপুরি এখনো নেভানো না গেলেও আমরা প্রায় শেষ পর্যায়ে আছি।
আক্তারুজ্জামান বলেন, আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সেভাবে জানা যায়নি। তবে আমাদের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারা সম্পূর্ণ তথ্য জানাবে।
এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৩৩ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই বস্তির অনেক ঘর পুড়ে ছাই হয়ে যায়।