নিউজ ডেস্ক : রমজান মাসে নতুন সময়সূচিতে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। মঙ্গলবার সূচকের নিম্নমুখী প্রবণতার মাধ্যমে লেনদেনের প্রথম ঘন্টা পার করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আর ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকা।
মঙ্গলবার (১২ মার্চ) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ২ দশমিক ৩৪ পয়েন্ট। আর অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ২ দশমিক ৭১ পয়েন্ট।
ডিএসইর তথ্যমতে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৬ দশমিক ০৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৫ দশমিক ৩৬ পয়েন্টে। তবে ডিএসইএস সূচক বেড়েছে শূন্য দশমিক ৪৬ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ৩২৩ দশমিক ১১ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৫১ টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৪৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২ দশমিক ৭১ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৭ হাজার ৩৮৪ দশমিক ৬৯ পয়েন্টে ও ১০ হাজার ৪৩৮ দশমিক ৪৪ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক কমেছে ১৪ দশমিক ৮১ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১২ হাজার ৯৩৪ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৯ দশমিক ১৭ পয়েন্টে। তবে সিএসআই সূচক শূন্য দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৪ দশমিক ০৪ পয়েন্ট।
এ সময় লেনদেন হয়েছে ২ কোটি ১২ লাখ ৪৩ হাজার টাকার।
লেনদেন হওয়া ৭১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।