অস্ত্র রপ্তানির শীর্ষে যুক্তরাষ্ট্র, আমদানিতে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক অস্ত্র ব্যবসায় রপ্তানি ও আমদানির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত পাঁচ বছরের অস্ত্র বাণিজ্য বিশ্লেষণে দেখা যায়, শীর্ষ রপ্তানিকারক দেশের তালিকায় পিছিয়ে ৩য় অবস্থানে চলে গেছে রাশিয়া। অন্যদিকে অস্ত্র রপ্তানির হার ৪১ দশমিক ৭ শতাংশ রেখে বিশ্বব্যাপী আধিপত্য আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র।

অস্ত্র আমদানিতে শীর্ষ স্থান ভারতের দখলে এবং চতুর্থ স্থানে উঠে এসেছে ইউক্রেন।

সম্প্রতি গত পাঁচ বছরে বিশ্বজুড়ে অস্ত্র আমদানি-রপ্তানির তথ্য বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)। সমীক্ষায় দেখা গেছে, গত পাঁচ বছরে ইউরোপে অস্ত্র আমদানি প্রায় দ্বিগুণ হয়েছে। অন্যদিকে বিশ্ব বাজারে অস্ত্র রপ্তানিতে রাশিয়াকে পেছনে ফেলে ২য় অবস্থানে উঠে এসেছে ফ্রান্স। ফ্রান্সের অস্ত্র রপ্তানির হার ১০ দশমিক ৯ শতাংশ এবং রাশিয়ার ১০ দশমিক ৫ শতাংশ।

এসআইপিআরআই-এর তথ্যমতে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে লাভবান হয়েছে মার্কিন অস্ত্র নির্মাতারা। সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের সামগ্রিক অস্ত্র রপ্তানি ১৭ শতাংশ বেড়েছে। গত ৫ বছরে ১০৭টি দেশে অস্ত্র সরবরাহ করায় মোট বৈশ্বিক অস্ত্র রপ্তানির ৪২ শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের ঝুলিতে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্ব বাজারে অস্ত্রের আমদানি-রপ্তানিতে দেখা গেছে, ২০১৪-১৮ সালের তুলনায় ২০১৯-২৩ সালে সামগ্রিক বৈশ্বিক অস্ত্র স্থানান্তর ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে। তবে ইউরোপে গত পাঁচ বছরে অস্ত্র আমদানি বৃদ্ধি পেয়েছে ৯৪ শতাংশ। দেশগুলোতে প্রায় ৫৫ শতাংশ অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র; যা ২০১৪-১৮ সালের তুলনায় ৩৫ শতাংশ বেশি।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর অস্ত্র রপ্তানি ৪৭ শতাংশ বাড়িয়েছে ফ্রান্স। অন্যদিকে, যুদ্ধের কারণে অস্ত্র রপ্তানি ৫৩ শতাংশ কমিয়েছে রাশিয়া। ২০১৯ সালে ৩১টি দেশে মস্কো অস্ত্র রফতানি করলেও, গত বছর তা নেমে আসে ১২ টি দেশে। ফলে প্রথমবারের মতো রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশের তালিকায় নাম লিখিয়েছে ফ্রান্স।

এদিকে বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় ভারত, সৌদি আরব ও কাতারের পর চতুর্থ অবস্থান দখল করেছে ইউক্রেন। ২০১৯-২৩ সালে দেশটির অস্ত্র আমদানি ৬ হাজার ৬০০ শতাংশ বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধজবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা: সহপাঠীকে গ্রেফতারের নির্দেশ
পরবর্তী নিবন্ধসাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছাতে কাজ করছি : মন্ত্রী