উদ্বোধনের দিনেই বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ভেঙেছে জানালা

লালমনিরহাট প্রতিনিধি : উদ্বোধনের দিনেই আন্তঃনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে গেছে। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রেনে থাকা যাত্রীরা জানান, বুড়িমারী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বুড়িমারী এক্সপ্রেস। হাতীবান্ধা স্টেশন পার হয়ে পারুলিয়া বাজারের কাছে এলে দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারে। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে যায়।

ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক গোলাম মোহাম্মদ জাকির বলেন, হঠাৎ কিছু মানুষ ট্রেনে পাথর ছুড়তে থাকে। এতে ট্রেনের একটি জানালার কাঁচ ভেঙে যায়। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কমার্শিয়াল অফিসার (ডিসিও) আব্দুল্লাহ আল মামুন বলেন, কী কারণে ট্রেনে পাথর ছুড়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এর আগে, দুপুরে বুড়িমারী রেলওয়ে স্টেশনে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে নতুন আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন, জেলার অপর দুই সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এবং পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজলদস্যুদের ভয়াবহ আক্রমণের আদ্যোপান্ত নাবিকের অডিও বার্তায়
পরবর্তী নিবন্ধনেছার উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডিরপুনঃনির্বাচিত সভাপতি শামীম দাতা সদস্য হলেন সাইফুল