এনসিসি ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন

প্রেস বিজ্ঞপ্তি : রেমিট্যান্স সেবায় বিশেষ অবদানের জন্য ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি’ কর্তৃক প্রদত্ত ‘টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড- ২০২৩’ অর্জন করেছে এনসিসি ব্যাংক।

সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ব্রান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন এবং সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরীসহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা নিরাপদ, দ্রুত ও সহজতম উপায়ে দেশে বসবাসরত পরিবারবর্গের কাছে পৌঁছানোর লক্ষ্যে এনসিসি ব্যাংকের ১২৮টি শাখা ও ৭টি উপশাখার পাশাপাশি এর সহযোগী প্রতিষ্ঠান ও সাব-এজেন্টসহ প্রায় ১ হাজার ৫০০ আউটলেট থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে রেমিটেন্স সেবা প্রদান করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মচারীদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি