নিউজ ডেস্ক : রমজান মাসের জন্য ট্রেজারি বিল বন্ড লেনদেন নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, রমজান মাসের জন্য ট্রেজারি বিল ও বন্ড,সুকুক,বাংলাদেশ সরকারের ইসলামিক বিনিয়োগ বন্ড, বাংলাদেশ ব্যাংক বিল অকশন,আইবিএলএফ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত, সেন্ট্রাল ব্যাংক রেপো, এসডিএফ, এএলএস এবং সেকেন্ডারি ট্রেড (টিডব্লিউএস) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা ৩০ টা পর্যন্ত, এসএলএফ দুপুর ১টা ৩০ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। ইন্টার ব্যাংক রেপো, সেকেন্ডারি ট্রেড (ওটিসি) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ২টা ৩০ টা পর্যন্ত লেনদেন হবে।
এছাড়া ইডিএস মানি প্ল্যাটফর্মেরর যাবতীয় কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত করা যাবে।