চট্টগ্রাম প্রতিনিধি : প্রায় দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের বায়োজিদ থানাধীন টেক্সটাইল গেট এলাকায় জুতার সোল তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বিকেল ৪টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ঘটনাস্থল থেকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (কাপ্তাই) আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ৯টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টায় সন্ধ্যায় ৬টার একটু আগে আমরা আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। এটা মূলত রং দা ইন্টারন্যাশনাল নামের একটি কোরিয়ান জুতার সোল তৈরির কারখানা। ওই কারখানার দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। সেখানে জুতার অনেকগুলো সোল ছিল। এখন ডাম্পিংয়ের কাজ চলতেছে। কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ওই কারখানায় কনস্ট্রাকশনের কাজ চলছিল। শুক্রবার হওয়াতে তেমন শ্রমিকও ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, জুতার সোল তৈরির কারখানায় আগুন লেগেছে। পোশাকের কারখানা নয়।