মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে অ্যাসকট দি রেসিডেন্স ঢাকার চুক্তি

নিউজ ডেস্ক :
মিডল্যান্ড ব্যাংক ও অ্যাসকট দি রেসিডেন্স ঢাকা হোটেলের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রাশেদ আক্তার ও অ্যাসকট দি রেসিডেন্স ঢাকার করপোরেট রিলেশনশিপ ম্যানেজার মো. নাইম উদ্দিন আহমেদ।

অ্যাসকট দি রেসিডেন্স ঢাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনের কে-ব্লকের, ৮ নম্বর সড়কে অবস্থিত একটি সুপরিচিত অভিজাত বুটিক হোটেল।

চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংকের সব কার্ডহোল্ডার অ্যাসকট দি রেসিডেন্স ঢাকা হোটেলের রুম বুকিংয়ের ক্ষেত্রে ৫০ শতাংশ এবং তাদের বিভিন্ন রেস্ট্রুরেন্টে খাবারের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়সহ হোটেলটির অন্যান্য সেবার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাবেন।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ ও অ্যাসকট দি রেসিডেন্স ঢাকার ম্যানেজার, করপোরেট সেলস মো. কামাল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপির
পরবর্তী নিবন্ধপোশাক রপ্তানির নতুন সম্ভাবনার খাত নন কটন: বিজিএমইএ