নিউজ ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী।
মঙ্গলবার (১২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের পরিচালন বিভাগে অতিরিক্ত মহাপরিচালক পদে কর্মরত সরদার সাহাদাত আলীকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) থেকে এ আদেশ কার্যকর হবে।
প্রসঙ্গত, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসানের চাকুরির মেয়াদ শেষ হচ্ছে বুধবার।