সশস্ত্র বিপ্লবের মাধ্যমেও দেশ স্বাধীনের চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু: শেখ হাসিনা

নিউজ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে দেশ স্বাধীনের চেষ্টা করেছিলেন। তা না হওয়ায় স্বাধীনতার জন্য রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করেছিলেন তিনি।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান।

তিনি বলেন, ‘সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করা যায় কিনা সেই চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু এতে সফল হতে পারেননি। তখনও দেশের মানুষ রাজনৈতিকভাবে অতটা তৈরি ছিলেন না। তাই সংগঠন তৈরির জন্য মানুষের মধ্যে চেতনা গড়াই ছিল বঙ্গবন্ধুর গুরু দায়িত্ব। তখন থেকে সেই দায়িত্ব নেন তিনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৬২ সালেও তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি যে সশস্ত্র বিপ্লবের পদক্ষেপ নিয়েছিলেন তখন তা পাকিস্তান বুঝতে পারেনি। এরপরও বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু যখন ছয় দফা পেশ করেন, তখন পাকিস্তানিরা উত্থাপনই করতে দেবে না। তাকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। তিনি ঢাকায় ফিরে আসেন। এয়ারপোর্টে প্রথম ছয় দফার তথ্য দেন। এরপর প্রেস কনফারেন্স করেন। আওয়ামী লীগ কাউন্সিল করে, সেটা পাস করান। ৫৩ দিনে ৫২টা সভা করেছিলেন। ছয় দফার মধ্যে একদফা ছিল স্বাধীনতা।’

পূর্ববর্তী নিবন্ধ৭ই মার্চ উপলক্ষে রূপালী ব্যাংকে চিত্রাংকন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারি