ইমামদের টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি : টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম আরো গতিশীল করার পরিকল্পনার কথা জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, মসজিদের ইমামদেরকেও পর্যায়ক্রমে টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে।

মন্ত্রী শনিবার (২৩ মার্চ) তার পিতার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল মসজিদের ইমামদের সঙ্গে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নাগরপুর উপজেলা মিলনায়তনে উপজেলা ইমাম সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, নাগরপুর থানার ওসি জসিম উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশেনের সাবেক উপ-পরিচালক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের ইমামদের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচাঁদাবাজির চাইতে অধিক মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে :স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধবেইলি রোডে আগুন: মামলার অগ্রগতি জানালেন অতিরিক্ত আইজিপি