নিউজ ডেস্ক : চলতি বছর তৈরি পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলার ছাড়াবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান।
এসময় পোশাক খাতে বিগত ৩ বছরে টেকসই পোশাক শিল্প নির্মাণে উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন সভাপতি। বলেন, রপ্তানিতে নতুন বাজার তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বাজারে রপ্তানি আগের চেয়ে বেড়েছে। যা বিগত ১৪ বছরে দশ গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পণ্য বহুমুখীকরণও বৃদ্ধি পেয়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, কৌশলগত কারণে তৈরি পোশাক নিয়ে ভার্চুয়াল মার্কেটে উপস্থিতি বাড়ানো জরুরি। একইসঙ্গে এই খাতে স্থানীয় বিনিয়োগও বৃদ্ধি করতে হবে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর কীভাবে রপ্তানি আয় বৃদ্ধি করা যায় তা নিয়ে আরও গবেষণার আহবান বিজিএমইএ সভাপতি।