আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ড গড়লো সোনা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ক্রেতা ভারত। সোমবার (১ এপ্রিল) দেশটিতে মূল্যবান এই ধাতুর দাম নতুন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়েছে, সোমবার ভারতে সোনার দাম আরও বেড়ে প্রতি ১০ গ্রাম বিক্রি হচ্ছে ৬৯ হাজার ৪৮৭ রুপিতে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯১ হাজার ৪১২ টাকা। এ নিয়ে ২০২৪ সালে দেশটিতে সোনার দাম বাড়লো প্রায় ১০ শতাংশ।
দামের ঊর্ধ্বগতির কারণে ভারতে সোনার চাহিদায় ধস নামার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। একজন সরকারি কর্মকর্তা ও দুজন ব্যাংক ডিলার জানিয়েছেন, আগের মাসের তুলনায় মার্চে ভারতের সোনা আমদানি ৯০ শতাংশের বেশি কমে যাবে, যা করোনাভাইরাস মহামারির পর থেকে সর্বনিম্ন। অর্থাৎ, বৈশ্বিক এ মহামারির পর থেকে সোনা আমদানিতে এত বড় পতন আর দেখেনি ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি১৮ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির খবর প্রকাশের পর সোমবার বিশ্বব্যাপী সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠেছে। এদিন স্পট গোল্ডের দাম সর্বকালের সর্বোচ্চ ২ হাজার ২৫৯ দশমিক ৪৯ মার্কিন ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রেও সোনার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ২৭৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
তিন বছরেরও বেশি সময়ের মধ্যে গত মার্চ মাসে সোনার বাজারে সবচেয়ে উল্লেখযোগ্য মাসিক মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছে। একই সময়ে স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২৫ দশমিক ১৫ ডলার, প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২২ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।