রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে অস্ত্রধারীদের হামলা, আহত ৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশে বাধা দেওয়ায় অস্ত্রধারীদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘৫০-৬০ জনের একটি সশস্ত্র দল বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মীরা বাধা দিলে অস্ত্রধারীরা তাদের ওপর হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তাকর্মীদের ডাক চিৎকারে আনসার সদস্যরা ছুটে আসেন। এ সময় অস্ত্রধারীরা আনসার সদস্যদের ওপরও হামলা চালায়। তাদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।’

‘এর মধ্যে, দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধারণা করছি, অস্ত্রধারীরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল।’ – যোগ করেন তিনি।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের আবাসিক ভবনে প্রবেশে বাধা দেওয়ায় অস্ত্রধারীদের হামলায় ৫ জন আহতের খবর পেয়েছি। কারা এ হামলা করেছে তা নিশ্চিতে পুলিশ কাজ করছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আটক করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরে
পরবর্তী নিবন্ধসূচক বেড়ে শেয়ারবাজারে লেনদেন চলছে