সিটির সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক

নিউজ ডেস্ক : দুর্বলগুলোর সঙ্গে সবল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে। এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক বৈঠকে সোমবার (৮ এপ্রিল) এ সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বৈঠক করেন আজ। সেখানে বেসিক ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়। দুর্বল ব্যাংকগুলোর জন্য একীভূতকরণ নীতিমালা অনুযায়ী দুটি ব্যাংক একীভূত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে জানান, একীভূতকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। কেন্দ্রীয় ব্যাংকে আজ বৈঠক হয়েছে তবে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক একীভূত হওয়ার বিষয় আলোচনা হয়েছে কি না জানা নেই। এমন কিছু হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, গেল সপ্তাহে রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংকের একীভূত করার সিদ্ধান্ত হয়। সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক-বিডিবিএল, বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব অচিরেই একীভূত হবে বলে গভর্নরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডিদের আলাদা সভায় জানিয়ে দেওয়া হয়। তখন বেসিক ব্যাংককেও একীভূত করার আলোচনা হয়। এবার তা সিটি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে সংকটে পড়া পদ্মা ব্যাংকের একীভূত হওয়ার বিষয় ঘোষণা দিয়ে গত ২৫ মার্চ সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং মোকাবিলায় বিশেষ দৃষ্টি দিতে বললেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধমোস্তাফিজের ফেরার ম্যাচে জয় চেন্নাইয়ের