সিটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ ৩ এপ্রিল

নিউজ ডেস্ক : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার ঘোষণা দিয়েছে।

আগামী ৩ এপ্রিল (বুধবার) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সোমবার (১ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী বুধবার বিদ্যমান এবং সম্ভাব্য বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গবেষকদের কাছে ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তুলে ধরবে সিটি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সরাসরি সম্প্রচার করা হবে।

ডিএসইতে ১৯৮৬ সালে তালিকাভুক্ত সিটি ব্যাংক বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.২১ টাকা।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির ওয়েবসাইট উদ্বোধন
পরবর্তী নিবন্ধমার্কেন্টাইল ব্যাংকের ‘রামপুরা শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর