বৈরি আবহাওয়ায় ঢাকাগামী ৩ এয়ারলাইন্সের ৯ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বৈরি আবহাওয়ার কারণে দুবাই ও শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়া, এমিরেটস ও ফ্লাই দুবাই এয়ারলাইনসের ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন।

এতে বলা হয়, বৈরি আবহাওয়ার কারণে দুবাই ও শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়া, এমিরেটস ও ফ্লাই দুবাই এয়ারলাইনসের ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এরমধ্যেএয়ার এরাবিয়া এয়ারলাইনসের ৫ টি ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া এমিরেটসের দুইটি ও ফ্লাই দুবাই এয়ারলাইনসের ২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এতে প্লাবিত হয়েছে দুবাই বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ সড়কও। সাধারণত শুষ্ক জলবায়ু এবং গরম তাপমাত্রার জন্য পরিচিত দুবাইয়ে সোমবার (১৫ এপ্রিল) বৃষ্টি শুরু হয়। সেদিন ২০ মিলিমিটার বৃষ্টি হয়।

এরপরের দিন মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হয়, যা সারাদিন অব্যাহত ছিল। ভারি এ বৃষ্টিপাতের কারণে শহরটির অধিকাংশ এলাকা প্লাবিত হয়। এর ফলে দেশটিতে আকাশপথে ভ্রমণ ব্যাহত হয়েছে এবং মরুভূমির এই দেশজুড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরটি সারা বিশ্বের যাত্রীদের জন্য ব্যস্ততম এয়ার হাব হিসেবে পরিচিত। মঙ্গলবার ভারি বৃষ্টিপাতের ফলে দুবাই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বিপজ্জনক হওয়ার কারণে অসংখ্য ফ্লাইট সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরে মঙ্গলবার থেকেই ফ্লাইট চলাচল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মূলত ঝোড়ো বাতাসের কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা নির্বাচন: তৃতীয় ধাপের ভোট ২৯ মে
পরবর্তী নিবন্ধচুলোচুলির ঘটনায় গ্রেপ্তার নারীদের মদ পানের লাইসেন্স ছিল না