শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালক পর্ষদের ৩৭৭তম সভা বুধবার (১৭ এপ্রিল) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৩ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দেওয়া হয় এবং এর ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেন।

ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান; মোঃ সানাউল্লাহ সাহিদ, আব্দুল করিম (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), মো. আব্দুল বারেক, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও কে. এ. এম. মাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসমবায় কৃষি নিশ্চিত হলে দেশে কখনো খাদ্যাভাব হবে না : প্রধানমন্ত্রী