কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দেবে সিঙ্গাপুর এয়ারলাইনস

নিউজ ডেস্ক : ব্যবসা ভালো হওয়াতে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দেবে। সবশেষ অর্থবছরে সংস্থাটি ১৯৮ কোটি ডলার নিট মুনাফা অর্জন করেছে।

শুক্রবার (১৭ মে) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গত বুধবার ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক পরিসংখ্যান প্রকাশ করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। সেই অর্থবছরে বিমান সংস্থাটি ১৯৮ কোটি ডলার নিট মুনাফা অর্জন করেছে বলে পরিসংখ্যানে প্রকাশ করা হয়। এ কারণে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ তার কর্মীদের ৮ মাসের বেতনের সমান বোনাস দেবে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে এয়ারলাইনস প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন।

এ বিষয়ে সিঙ্গাপুর এয়ারলাইনস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আয়ের বিবরণীতে সিঙ্গাপুর এয়ারলাইনস বলেছে, উত্তর এশিয়ার দেশগুলো, যেমন চীন, হংকং, জাপান ও তাইওয়ানের মতো দেশ মহামারির পর তাদের সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে। সে কারণে এসব দেশে ভ্রমণ বেড়েছে। মানুষের ভ্রমণ বেড়ে যাওয়ায় সিঙ্গাপুর এয়ারলাইনসও বড় ধরনের লাভের দেখা পেয়েছে।

গত অর্থবছরের জন্য স্ক্রাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইনস অ্যাওয়ার্ডস অনুসারে বিশ্বের সেরা বিমান সংস্থার পুরস্কার খেতাব পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। গত ২৩ বছরের মধ্যে এ নিয়ে পঞ্চমবার তারা ‍এ তালিকার শীর্ষস্থান অর্জন করে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের সিইও গোহ চুন ফং বলেছেন, প্রতিষ্ঠানটির সব কর্মী নিরন্তর কাজ করায় এ সাফল্য অর্জিত হয়েছে। তাদের এই পরিশ্রমের কারণে মহামারির পরও বাজারে খুব ভালোভাবে ফিরে আসতে পেরেছে সিঙ্গাপুর এয়ারলাইনস।

তবে শুধু সিঙ্গাপুর এয়ারলাইনস নয়, আরও বেশ কয়েকটি এয়ারলাইনস কর্মীদের এমন আকর্ষণীয় বোনাস দিচ্ছে। জানা যায়, দুবাইয়ের এমিরেটস এয়ারলাইনস তার কর্মীদের ২০ সপ্তাহের বেতনের সমপরিমাণ বোনাস দিচ্ছে। যদিও এই প্রতিষ্ঠানও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

আয় বিবরণীতে সিঙ্গাপুর এয়ারলাইনস আরও উল্লেখ করেছে, আগামী অর্থবছরে এয়ারলাইনস খাতে আরও প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে প্রতিষ্ঠানটিকে। ভূ-রাজনৈতিক উত্তেজনা, সামষ্টিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও সরবরাহ ব্যবস্থায় নানা ধরনের বাঁধা বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

পূর্ববর্তী নিবন্ধকিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দূতাবাসের
পরবর্তী নিবন্ধ১০০ নারী উদ্যোক্তার দেশীয় পণ্যের পসরা নিয়ে উইহাটবাজার