জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছে। পাঁচ বছর পর দেশটিতে সফরে যাবেন প্রধানমন্ত্রী।

তবে তার আগে তিনি দিল্লি সফর করবেন। দিল্লি সফরের পরই সরকারপ্রধান বেইজিং সফর করবেন।

ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো প্রধানমন্ত্রীর বেইজিং সফরের তথ্য নিশ্চিত করেছে।

বেইজিংয়ের একটি কূটনৈতিক সূত্র বলছে, জুলাইয়ে প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বেইজিং সফরে যাবেন। সরকারপ্রধানের সফরটি তিনদিনের হতে পারে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের পর শেখ হাসিনার দিল্লি সফরের কথা রয়েছে। আশা করা হচ্ছে, জুন মাসে প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন। তবে জুনের শেষের দিকে সফরটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর শেখ হাসিনা প্রথম বিদেশ সফরে যান জার্মানিতে। গত ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধঢাকার মেট্রোয় চড়তে চান ব্রিটিশ প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন