নিউজ ডেস্ক : সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২৭৩ কোটি টাকা।
বুধবার (২৬ জুন) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১২ দশমিক ১৭ পয়েন্ট।
ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৭ দশমিক ৭৯ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৫৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮৯২ দশমিক ৫০ পয়েন্ট ও ১ হাজার ১৫৬ দশমিক ৭৫ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৭টির কোম্পানির শেয়ারের, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ১৭ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৭ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৮৪৯ দশমিক ৩৫ পয়েন্টে ও ৮ হাজার ৯৩৬ দশমিক ৩০ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৬২ পয়েন্ট ও সিএসআই সূচক শূন্য দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৭৪ দশমিক ৮২ পয়েন্টে ও ৯৬৮ দশমিক ৫৫ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক কমেছে ২ দশমিক ৪১ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১১ হাজার ৭২০ দশমিক ৯১ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৩৪ হাজার টাকার।
লেনদেন হওয়া ১১০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৯টি কোম্পানি শেয়ারের, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।