প্রেস বিজ্ঞপ্তি :
মিডল্যান্ড ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ জুন হাইব্রিড পদ্ধতিতে এবং শেয়ারহোল্ডারদের স্বশরীর উপস্থিতিতে কুর্মিটোলা গলফ ক্লাবের বেনকুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহ সভায় সভাপতিত্ব করেন। বিপুল সংখ্যক সাধারণ এবং প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডাররা ১১তম বার্ষিক সাধারণ সভায় অংশ নেন।
এছাড়াও সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, উদ্যোক্তা, নিরীক্ষক এবং ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার সংযুক্ত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. আহসান-উজ জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হেসেন, চিফ ফিন্যান্সিয়াল অফিসার, মো. জহিরুল ইসলাম, এফসিএ এবং কোম্পানির সচিব, খালিদ মোহাম্মদ শরীফ, এফসিএস সভায় উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায়, ২০২৩ অর্থবছরের জন্য ৫.০০ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) অনুমোদন করা হয়। সভায় ৩১.১২.২০২৩ তারিখ ভিত্তিক ব্যাংকের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরনীসহ অন্যান্য এজেন্ডাভুক্ত বিষয়সমুহ অনুমোদিত হয়।