পপুলার লাইফের অর্ধ বার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ : পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অর্ধ-বার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা-২০২৪ ও মাঠ পর্যায়ে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩ কোটি ৭৫ লক্ষ টাকার বীমা দাবীর চেক ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ আবু তাহের, মোঃ হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ, প্রকল্প পরিচালক ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তবৃন্দ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার সফর দুদেশের সম্পর্কের ঘনিষ্ঠতার প্রকাশ: জয়শঙ্কর