ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুন) ডিজিটাল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক।

সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, কোম্পানি সচিব অলি কামাল ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন। ২৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড (বোনাস শেয়ার) অনুমোদিত হয়।

পূর্ববর্তী নিবন্ধএবি ব্যাংকের পুলহাট উপশাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধউৎপাদন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে আরও সহায়তা দিতে চায় চীন