বেনাপোল বন্দরে ৫ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে ৫ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এই সময়ে দুই দেশের মধ্যে যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার (১৪ জুন) সকাল থেকে ১৮ জুন পর্যন্ত সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ১৯ জুন সকাল থেকে ফের বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সচল হবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, বন্ধের এই সময়ে বন্দরের মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাড়ালো বিমান
পরবর্তী নিবন্ধআখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো জিরা আমদানি