মালয়েশিয়ায় অগ্রণী ব্যাংকের সচেতনতামূলক সভা

প্রেস বিজ্ঞপ্তি : মালয়েশিয়া থেকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম ‘প্রবাস’-এ অংশগ্রহণ এবং অফশোর ব্যাংকিংসংক্রান্ত সচেতনতামূলক সভা করেছে অগ্রণী ব্যাংক পিএলসি।

গত ২৪ জুন অগ্রণী রেমিটেন্স হাউস ও মালয়েশিয়ার সিল কনসাল্ট এসডিএন বিএইচডির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। সিল কনসাল্ট এসডিএন বিএইচডি মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আমিরুল ইসলাম খোকন এতে সভাপতিত্ব করেন।

সভায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্য প্রধান অতিথি ড. জায়েদ বখ্ত বলেন, সরকার দীর্ঘ মেয়াদে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম চালু করেছে। এ স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিসহ দেশ উপকৃত হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র এ স্কিমে অংশগ্রহণকারীদের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহারসহ নির্দিষ্ট মেয়াদ শেষে মাসিক পেনশনের নিশ্চয়তা প্রদান করবে।

সভায় প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অগ্রণী রেমিট্যান্স হাউসের কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধনতুন ঠিকানায় সোশ্যাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখা
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের বিপক্ষে বড় জয়ে ফাইনালে ভারত