অগ্রণী ব্যাংকে ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : অগ্রণী ব্যাংকে ব্যাংঅগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৮৪ ও ৮৫তম ব্যাচের ৩০ দিনব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

শনিবার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো মুরশেদুল কবীর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এবিটিআই’র পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো রেজাউল করিমের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মো আমিনুল হক।

বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

এ সময় প্রধান অতিথি মো মুরশেদুল কবীর প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর চীন সফরে ২০ থেকে ২২ সমঝোতা সই হবে: পররাষ্ট্রমন্ত্রী