সোশ্যাল ইসলামী ব্যাংক ও মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফারের মধ্যে

প্রেস বিজ্ঞপ্তি : সোশ্যাল ইসলামী ব্যাংক এবং মালয়েশিয়ার সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডির মধ্যে মঙ্গলবার (৯ জুলাই) একটি রেমিট্যান্স চুক্তি স্বাক্ষর হয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিবিএলের প্রধান কার্যালয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ও সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফরাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, সিবিএল মানি ট্রান্সফারের ভিপি ও ম্যানেজার অপারেশন মো. হাফিজুর রহমান প্রমুখ।

সিটি ব্যাংক বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফারের সাথে এই চুক্তির মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকরা সিটিরেমিট অ্যাপ ব্যবহার করে সহজে, নিরাপদে, দ্রুত দেশে রেমিট্যান্স পাঠাতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধচীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধদেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২৬৯ কোটি টাকা