আপাতত সুদহার কমার সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : এতদিন ধরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার কমাবে কিনা তা নিয়ে জল কম ঘোলা না হলেও, শেষমেশ এ হার আপাতত না কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির নীতিনির্ধারণী আর্থিক প্রতিষ্ঠানটি।
আপাতত সুদহার কমার সম্ভাবনা নেই যুক্তরাষ্ট্রে

সোমবার (২৯ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই মুহূর্তে সুদহার না কমালেও সেপ্টেম্বর মাসে সুদহার কমিয়ে আনার আভাস দিয়েছে ফেডারেল রিজার্ভ। দেশটির মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশে নামিয়ে না আনা পর্যন্ত সুদহার না কমানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল প্রতিষ্ঠানটি।

বর্তমান বাজার সাপেক্ষে ফেডের লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মূল্যস্ফীতির পারদ এখন কিছুটা সহনীয় পর্যায়ে আছে। এর পাশাপাশি চাকরির বাজার, আবাসন এবং অন্যান্য বাজার ব্যবস্থার স্বাভাবিক প্রবৃদ্ধির পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ফেডারেল রিজার্ভ নমনীয় সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন দেশটির অর্থসংশ্লিষ্টরা।

ফেডারেল রিজার্ভ সুদহার কমাতে না চাইলেও, আগামী সভাকে কেন্দ্র করে দেশের নীতিনির্ধারকরা ফেডারেল রিজার্ভের ওপর চাপ প্রয়োগ করতে পারেন। বিশেষত যারা নীতিনির্ধারক আছেন তারা ২ শতাংশে মূল্যস্ফীতি নেমে আসা পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন না।

নীতিনির্ধারকরা যুক্তি দিয়েছেন, মূল্যস্ফীতি বর্তমানে তিন শতাংশের নিচে অবস্থান করছে। এ অবস্থায় আবার নতুন করে বাজার অস্থির হওয়ার আশঙ্কা নেই। তাই সেপ্টেম্বরের জন্য অপেক্ষা না করে এখনই সুদহার কমানোর দিকে জোর দিচ্ছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্রেতাদের সহানুভূতি চেয়েছে বিজিএমইএ
পরবর্তী নিবন্ধমোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো রসুন আমদানি