নিউজ ডেস্ক : সূচকের নিম্নমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২৬৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুলাই) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮২ পয়েন্ট কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৪৫ দশমিক ৫৫ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ দশমিক ৮২ পয়েন্ট ও ডিএসইএস সূচক শূন্য দশমিক ৩৫ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৪ দশমিক ৬২ পয়েন্টে ও ১ হাজার ২১৯ দশমিক ১১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬১ দশমিক ৫৩ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৮৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির কোম্পানির শেয়ারের, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ৫৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২৭ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৮৪০ দশমিক ১১ পয়েন্টে ও ৯ হাজার ৫৩৩ দশমিক ৬৩ পয়েন্টে।
আরও পড়ুন: ডিএসই হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকনোলজি হাব: চেয়ারম্যান
আর সিএসআই সূচক ৩ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০ দশমিক ৫০ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ৩৫০ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ১২৬ দশমিক ০৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ৪২ লাখ ১৪ হাজার টাকার।
লেনদেন হওয়া ১৪৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টি কোম্পানি শেয়ারের, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।