নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুলাই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬০.৭১ পয়েন্ট কমে ৫ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১৪.৮৬ পয়েন্ট কমে ১ হাজার ১৫১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৮৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৫টি কোম্পানির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত আছে ৩২টির।
ডিএসইতে মঙ্গলবার ৪৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১২১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৩২.১৮ পয়েন্ট কমে ১৫ হাজার ১৪১ পয়েন্টে, শরিয়া সূচক ১০.২৩ পয়েন্ট কমে ৯৮১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৮১.৪৬ পয়েন্ট কমে ১১ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯টি কোম্পানির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত আছে ২০টির।
দিন শেষে সিএসইতে ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।