কোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে এসব হত্যাকাণ্ড চালিয়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : কোটা আন্দোলনে জঙ্গিরা ঢুকে এসব হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত হবে। সুষ্ঠ তদন্তের স্বার্থে জাতিসংঘসহ কোন দেশ চাইলে টিম পাঠাতে পারে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস স্মরণে’ বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, কোটা ইস্যুকে কেন্দ্র করে এমন সহিংসতা, হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। তারা একদিকে যেমন মানুষ মেরেছে অন্যদিকে মানুষকে সেবা দেওয়া জিনিসের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

সরকার প্রধান বলেন, আমার চলার পথ সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। বার বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছি।

পূর্ববর্তী নিবন্ধসহিংসতায় ডাক-টেলিযোগাযোগ খাতের ক্ষতি ১৮ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধডিবি থেকে ছাড়া পেলেন ছয় সমন্বয়ক