ক্রীড়া ডেস্ক :
ব্যাট হাতে সুসময় পার করছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ব্যাট হাতে ছোটাচ্ছেন রানের ফোয়ারা। প্রথম টেস্টের ধারাবাহিকতা টেনে নিয়ে এলেন দ্বিতীয় টেস্টেও। লর্ডসে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়লেন রুট। তাতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) লর্ডসে ব্যাট করতে নেমে শুরুতেই ওলি পোপ বিদায় নেন ১ রানে। অধিনায়কের পথ ধরে লাঞ্চের আগেই ফরে যান আরও দুজন। পোপের পাশাপাশি বিদায় নেন ড্যানিয়েল লরেন্স ও বেন ডাকেট। এরপরই প্রতিরোধ গড়েন রুট।
রুট যখন উইকেটে আসেন, ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৪২। প্রথম দিন শেষে তাদের রান ৭ উইকেটে ৩৫৮। রুট আউট হয়েছেন ১৪৩ রান করে। রুট ১৪৩ রানের ইনিংসটি খেলেছেন ২০৬ বলে, মেরেছেন ১৮টি চার। রুটের সেঞ্চুরিটি তার টেস্ট ক্যারিয়ারের ৩৩তম, লর্ডসে ষষ্ঠ। ছুঁয়ে ফেলেছেন অ্যালিস্টার কুকের রেকর্ড।
রুট ছাড়াও অবদান রেখেছেন ডাকেট। ৪০ রান করেছেন এই ওপেনার। দিনশেষে গাস অ্যাটকিনসন আট নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত আছেন ৭৪ রানে। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমেই পেয়েছেন প্রথম ফিফটির দেখা। শ্রীলঙ্কার পক্ষে দুটি করে উইকেট নেন আসিতা ফার্নান্ডো, মিলন রত্নানায়েকে ও লাহিরু কুমারা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩৫৮/৭ (রুট ১৪৩, অ্যাটকিনসন ৭৪, ডাকেট ৪০, ব্রুক ৩৩, স্মিথ ২১, পটস ২০; আসিতা ফার্নান্ডো ২/৮৪, রত্নানায়েকে ২/৮০, লাহিরু ২/৭৫, জয়াসুরিয়া ১/৮১)।