কতজনের দণ্ড মাফ করেছেন রাষ্ট্রপতি, তালিকা প্রকাশে নোটিশ

নিউজ ডেস্ক:

১৯৯১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি কতজনের কারাদণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশের জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক এ নোটিশ পাঠান।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এই নামের তালিকা প্রকাশে অনুরোধ করে বলা হয়েছে, ‘নিদিষ্ট সময়ের মধ্যে তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় স্থিতিশীল, ফেনীতে উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির
পরবর্তী নিবন্ধবিডিআর বিদ্রোহ : শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন