বন্যার্তদের ১ দিনের বেতন দেবেন দুই মন্ত্রণালয় সংশ্লিষ্টরা

নিউজ ডেস্ক :
চলমান বন্যা পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই এই তথ্য জানিয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ লেখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, কর্মচারীগণ ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন।

ফেসবুক পোস্টে তিনি দেশের এই সংকটকাল উত্তরণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।

পূর্ববর্তী নিবন্ধদুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল গঠন
পরবর্তী নিবন্ধবন্যায় ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি