শপথ নিতে বঙ্গভবনে ২ উপদেষ্টাসহ প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক:

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন নেতৃত্বাধীন দুই উপদেষ্টা ও নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন। বাকি একজন দেশের বাইরে থাকায় পরবর্তীতে শপথ নিবেন।

রোববার (১১ আগষ্ট) বেলা ১১টায় দুই উপদেষ্টাসহ প্রধান বিচারপতি গাড়ি বহর ভিতরে প্রবেশ করে। এই তিনজনকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন।

গতকাল সুপ্রিম কোর্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগ করে। পরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুউদ্দিন।

এর আগে ৮ আগষ্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয়া অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা হলেন- সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিকসহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাকি উপদেষ্টাদের শপথ দুপুর ১২টায়
পরবর্তী নিবন্ধবৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা