শেয়ারবাজারে আস্থা ফেরাতে চাই: বিএসইসি চেয়ারম্যান

নিউজ ডেস্ক :

পূ্ঁজিবাজারকে আস্থার জায়গায় নিয়ে যেতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বাজারে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য আগামী চার বছর কাজ করার কথাও জানান তিনি। এজন্য ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজিএফ)-এর সহযোগিতাও চান বিএসইসি চেয়ারম্যান।

রোববার (২৫ আগস্ট) সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এর সঙ্গে সৌজন্য বৈঠকে বিএসইসির নতুন চেয়ারম্যানের খন্দকার রাশেদ মাকসুদ এসব কথা বলেন।
সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, সাধারণ সম্পাদক আবু আলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ছাড়াও কমিশনার মোহসীন চৌধুরী এবং ড. এটিএম তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসব দাবি পূরণ করলে দেশ মূল্যস্ফীতিতে পড়তে পারে: সড়ক উপদেষ্টা
পরবর্তী নিবন্ধবন্যার্তদের দুই দিনের বেতনের টাকা দেবেন ইসলামী ব্যাংকের কর্মীরা