নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার (১ আগস্ট) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। পাশাপাশি উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩.৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১১.৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪.৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৭৮টি কোম্পানির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত আছে ৬০টির।
ডিএসইতে এদিন মোট ৫৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১২৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫২.৫৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৪৫ পয়েন্টে, শরিয়া সূচক ৩.০৬ পয়েন্ট বেড়ে ৯৮৪ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৫৭.৩৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত আছে ২৩টির।
দিন শেষে সিএসইতে ৩৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।